ফেসবুক আইডি পাসওয়ার্ড ভুলে গেছেন , কিভাবে ফেসবুক আইডি ফিরে পাব ? ইমেইল আইডি বা মোবাইল ফোন নম্বর হারিয়ে গেছে ফেসবুক পাসওয়ার্ড রিসেট করতে পারছেন না ?
আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ড ভুলে গেছেন , ভাবছেন কিভাবে ফেসবুক আইডি ফিরে পাব ? আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড রিসেট করতে পারছেন না কারণ আপনার ফেসবুক অ্যাকাউন্টের ইমেইল আইডি বা মোবাইল ফোন নম্বর হারিয়ে গেছে তাহলে নিচের কিছু সহজ পদ্ধতিতে আপনার ফেইসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করে আপনার পুরানো একাউন্ট ফিরে পাবেন।
বিকল্প ইমেইল আইডি বা ফোন নম্বর ব্যবহার করে ফেসবুক আইডি ফিরে পান।
আপনার অ্যাকাউন্টে যুক্ত ইমেইল আইডি বা মোবাইল নম্বর ব্যবহার করে আপনার ফেসবুক আইডি ফিরে পেতে পারেন। আপনি যদি না জানেন যে বিকল্প তথ্য কি তাহলে নিচের পদ্ধতি অনুসরণ করুন।
আপনি একটি কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহার করুন যেটা আপনি আগে আপনার ফেসবুক একাউন্ট লগ ইন করতেন। কম্পিউটার বা মোবাইলের ব্রাউসার খুলুন এবং facebook.com/login/identify ওয়েবসাইট ঘুলুন এবং নির্দেশাবলী অনুসরণ করুন।
ফেসবুক একাউন্ট লগ ইন করতে আপনার ইমেইল আইডি ফিরে পান।
আপনি যদি একটি ইমেইল আইডি ব্যবহার করে আপনার ফেসবুক আইডি খুলে থাকেন কিন্তু আপনি আর ইমেল অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে না পারেন, তাহলে আপনি আপনার ইমেল অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে আপনার ইমেল পরিষেবা প্রদানকারীর সাথে যোগাযোগ করার চেষ্টা করতে পারেন।
আপনি যদি লগ ইন করতে না পারেন তাহলে আপনার ফাসেবুক একাউন্ট ফিরে পান।
আপনি যদি আপনার ফেসবুকে লগ ইন করতে না পারেন কারণ আপনার ফেসবুকের User Id এবং Password ভুলে আপনি ভুলে গেছেন তাহলে নিচের কিছু পদ্ধতি গুলো অনুসরণ করে আপনার ফেসবুক আইডি ফিরে পেতে চেষ্টা করতে পারেন।
আপনার ফেসবুক একাউন্ট খুঁজে সেটি পুনরুদ্ধার করুন।
- প্রথমে Find your facebook account page টি ঘুলুন আপনার আগে ব্যাবহার করা মোবাইল বা কম্পিউটারে এই লিংক এ ক্লিক করে https://www.facebook.com/login/identify।
- আপনি আপনার একাউন্টটা খুঁজে নিন যেটা আপনি পুনরুদ্ধার করতে চান। আপনি আপনার একাউন্টট খুঁজতে আপনার নাম , ইমেইল আইডি বা আপনার মোবাইল নম্বর ব্যাবহার করতে পারেন।
- আপনার একাউন্টটের পাসওয়ার্ড পুনরায় সেট করতে এবং সেটি ফিরে পেতে সেখানে দেওয়া পরের পদক্ষেপগুলি অনুসরণ করুন।
বন্ধু বা পরিবারের অন্য সদস্যদের অ্যাকাউন্ট থেকে আপনার একাউন্টটা পুনরুদ্ধার করুন।
- বন্ধু বা পরিবারের অন্য সদস্যদের অ্যাকাউন্ট থেকে আপনার একাউন্টটা সার্চ করুন এবং আপনার প্রোফাইল তা খুলুন।
- আপনার ফেসবুক প্রোফাইলের Cover Photo নিচে ٠٠٠ ক্লিক করুন।
- Find Support or Report Profile অপসনটি সিলেক্ট করুন।
- Something Else অপসনটি সিলেক্ট করুন তারপর Next ক্লিক করুন।
- এরপর Recover This Account এ ক্লিক করুন এবং পরের পদক্ষেপগুলি অনুসরণ করুন।
আপনার ফেইসবুক একাউন্টটের পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করবেন ?
আপনি যদি ইতিমধ্যে লগ ইন করে থাকেন এবং আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে চান তাহলে আপনি নিচের পদক্ষেপগুলি অনুসরণ করুন।
- সবার প্রথম আপনার ফেসবুকের উপরের ডানদিকে আপনার প্রোফাইল ছবিতে ক্লিক করে ফেইসবুক Menu খুলুন।
- একটু নিচের দিকে যান ওখানে Settings & privacy ক্লিক করুন।
- এরপর Settings & privacy মেনু খুললে সেখানে Settings এ ক্লিক করুন।
- Security মেনুর মধ্যে Security and Login অপসন এ ক্লিক করুন।
- Login মেনুর মধ্যে Change Password অপসন এ ক্লিক করুন।
- এখানে Current password এর মধ্যে আপনার পুরানো পাসওয়ার্ড দিন , New password এর মধ্যে নতুন পাসওয়ার্ড দিন এবং Re-type new password এর মধ্যে পুনরায় নতুন পাসওয়ার্ড দিন।
- সবার শেষে Update password এ ক্লিক করুন।
COMMENTS